• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে জুট মিলে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৮
জরিমানা×হিলি×জুটমিল×টাকা×লাইসেন্স×দিনাজপুর×মিথ্যা×বাজার×
ছবি আরটিভি নিউজ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি আরনু জুট মিলে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও লাইসেন্স নবয়ান না করা এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করেছে পাট অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে জুট মিলটিতে পাট অধিদপ্তরের পরিচালক (পাট) ও যুগ্মসচিব এস এম আরসাদ ইমাম অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

এ সময় তাকে সহযোগিতা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম ও দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারফ হোসেন।

যুগ্মসচিব ও পাট অধিদপ্তরের পরিচালক (পাট) এস এম আরসাদ ইমাম আরটিভি নিউজকে জানান, দেশের বাজারে পাটের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা পাট পণ্যটি মজুদ করে রেখেছে। যার কারণে বিভিন্ন জুট মিলে পাট চাহিদা মোতাবেক ব্যবহার করতে পারছে না। এরই ধারাবাহিকতায় আজ হিলির আরনু জুট মিলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য দেওয়ার কারণে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
টাকার হিসাব জানার অধিকার জনগণের আছে: ব্যারিস্টার সুমন
X
Fresh