logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭
সিলেট×ঠিকাদার×মানববন্ধন×প্রধানমন্ত্রী×সুযোগ×অভিযোগ×নির্দেশনা×অংশগ্রহণ×
ছবি আরটিভি নিউজ

সড়ক ও জনপথ বিভাগের টেন্ডার প্রক্রিয়ায় সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের ঠিকাদাররা।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট সড়ক ভবনের সামনে সিলেট সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ঠিকাদাররা জানান,দেশের বড় বড় কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান এল টি এম পদ্ধতির মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের সব কাজ পেয়ে যান। সাধারণ ঠিকাদাররা বছরের পর বছর লাইসেন্স নবায়ন করেও এল টি এম পদ্ধতির কারণে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারেন না। ফলে হাজার হাজার সাধারণ ঠিকাদার ছয় বছর থেকে সড়ক ও জনপথ বিভাগের কোনও কাজ পাচ্ছেন না।

সম্প্রতি প্রধানমন্ত্রী সাধারণ ঠিকাদারদের টেন্ডারপ্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেন ঠিকাদাররা। তারা দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন চান।

জেবি

RTV Drama
RTVPLUS