logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৩
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১০

করোনা ভাইরাসের টিকা নিতে উপচে পড়া ভিড়

ভিড়×করোনা×মানুষ×টিকা×জেলা×জন্মসনদ×দাবি×টিম×
ছবি সংগৃহীত

যশোরে সকাল থেকে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে।

দীর্ঘ লাইন থাকলে নেই কোনও অভিযোগ। ভোগান্তি ছাড়াই টিক দিতে পেরে খুশি অনেকেই।

বিদেশ ফেরত অনেকে টিকা দিতে চাইলেও ভোটার আইডি না থাকায় টিক দিতে পারছে না। পাসপোর্ট অথবা জন্ম সনদ দিয়ে নিবন্ধন করে টিকা দেওয়া দাবি জানানো হয়।

জেলার ১২টি কেন্দ্রে ৩৯টি মেডিকেল টিম গঠন করে টিকা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

এখন পর্যন্ত ৫২২৮৫ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। জেলায় নিবন্ধন করা হয়েছে ৭২০৪৩।

জেবি

RTV Drama
RTVPLUS