• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইরান থেকে বাড়িতে আসার চার দিন পরেই লাশ হলেন বিল্লাল

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১
বিল্লাল×বন্ধু×মরদেহ×হাসপাতাল×বহনকারী×পরিবার×মীরপুকুর×আরটিভি×
ছবি সংগৃহীত

ইরান থেকে গত চারদিন আগে ছুটিতে দেশে আসেন মো. বিল্লাল (২২)। গতকাল বুধবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলেন বিল্লাল। এদিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মীরপুকুরপাড় এলাকায় প্রাইভেটকার চাপায় প্রাণ হারিয়েছেন বিল্লাল। বিল্লাল কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার গ্রামের দুলাল মিয়ার ছেলে।

নিহতের পারিবারের সদস্যরা জানিয়েছেন, তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন বিল্লাল।

দুই বছরেরও বেশি সময় ইরান ছিলেন বিল্লাল। গত চারদিন আগে দেশে আসেন তিনি।

বুধবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মীরপুকুরপাড় এলাকায় একটি প্রাইভেটকার বিল্লাল ও তার বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে বিল্লাল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত বিল্লালের বন্ধু সজীবকে ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে দুর্ঘটনার পরপরই প্রাইভেটকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আকর্ষণীয় বেতনে ল্যাবএইড হাসপাতালে চাকরি
আরটিভিতে আজ যা দেখবেন
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
X
Fresh