• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অশ্লীল ভিডিও বানিয়ে অনলাইনে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার কবির

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:১০
Kabir arrested for making pornographic videos online
সংগৃহীত

ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে এনায়েত কবির (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব-৩। তিনি অনলাইনে কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণাসহ ব্ল্যাকমেইল করে আসছিলেন।

অভিযানে গ্রেপ্তারকৃত কবিরের কাছ থেকে একটি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং একটি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের গ্যালারিতে এবং মেমোরিকার্ডে বিভিন্ন ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ, ছবি ও ভিডিও কন্টেন্ট পাওয়া গেছে।

র্যা ব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পল্টন মডেল থানাধীন জিপিও মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি চক্রের সদস্য ও প্রতারক কবিরকে গ্রেপ্তার করে র্যা ব-৩ এর একটি টিম।

আরও পড়ুন :

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুরুচিপূর্ণ ও বিভিন্ন অশ্লীল ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে তা বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আসছিলেন। এছাড়াও এসব ছবি-ভিডিও দিয়ে অশ্লীল কথাবার্তা বলতেন তিনি।

এছাড়া গ্রেপ্তারকৃত কবিরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসিআই মটরসে চাকরি, নেবে একাধিক লোকবল
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
জনবল নিয়োগ দেবে বেক্সিমকো, সাপ্তাহিক ছুটি ২ দিন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
X
Fresh