• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপার বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৯
Ferry crossing on Shimulia-Banglabazar route is closed
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপার বন্ধ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে। এতে করে বিপাকে পড়েছেন পদ্মা পারের জন্য অপেক্ষারত যাত্রীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

তিনি আরও জানান, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। ফলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় দুটি ফেরি মানুষ ও যানবাহন নিয়ে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছিল।

এদিকে, বর্তমানে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে দুই শতাধিক যানবাহন নৌপথ পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
৭ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক
১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক 
দৌলত‌দিয়া-পাটু‌রিয়া, রাজবাড়ী-পাবনা নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ
X
Fresh