টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ
দেলদুয়ারে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহার্টী ইউনিয়নের তারটিয়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক তারটিয়া গ্রামের মনির সিকদারের ছেলে রাসেল (৩১)।
বুধবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। দেলদুয়ার থানার এস,আই আনোয়ার হোসেন জানায়, দেলদুয়ারের লাউহার্টী ইউনিয়নে তারটিয়া গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
জেবি