• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় দুই মাছের দাম ৫৩ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪
রাজবাড়ী×জেলে×জনতা×ভিড়×টাকা×মৎস্য×ঘাট×কেজি×
ছবি আরটিভি নিউজ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় জেলেদের জালে ধরা পরেছে ১৪ কেজি ওজনের রুই ১০ কেজি ওজনের একটি আইড় মাছ

বুধবার দৌলতদিয়া ঘাটে ওই বিশাল আকৃতির মাছ দুটি ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে

গতকাল বুধবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা নদী কর্নেশনার এলাকা থেকে স্থানীয় জেলে কালীদাস হালদারের জালে ওই মাছ দুটি ধরা পড়ে এরপর তিনি মাছ দুটি মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে বিক্রি করেন বলে জানা গেছে সময় মাছ দুটি একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন

স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪ কেজির রুই মাছটি ২৫০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার এবং ১০ কেজির আইড় মাছটি ১৬০০ কেজি দরে মোট ১৬ হাজার টাকায় ক্রয় করেন

পেশাজীবী জেলে কালিদাস মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, গেলো দুই বছর যাবত প্রায় প্রতিদিনই পদ্মায় বা মাঝে মধ্যে বড় বড় রুই, কাতলা, পাঙ্গাশ, বাঘাইড় বোয়াল মাছ জালে ধরা পরছে মৎস্য আড়তদার চান্দু জানায়, সে জেলে কালীদাস হালদারের কাছ থেকে মাছ দুটি ৫১ হাজার টাকায় ক্রয় করেছি পরে ওই মাছ দুটির ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি

প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মায় ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাড়, বোয়াল, কাতল, রুইসহ নানান প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে এতে জেলেরা খুব খুশি তাই জেলেরা এখন ইলিশ মাছ ধরার জাল ফেলে দিয়ে বেরজাল নিয়ে পদ্মায় রাত দিন নামছে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
টাকার হিসাব জানার অধিকার জনগণের আছে: ব্যারিস্টার সুমন
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
X
Fresh