• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৫
জরিমানা×পরিচালনা×আদায়×বিক্রি×অপরাধ×হাজার×রহমান×পুলিশ×
ছবি সংগৃহীত

ফেনী শহরতলীর দেবীপুরে এস আর ফুড প্রোডাক্টস বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা ২০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ভোজ্যতেল বিক্রির অপরাধে আরেকটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।

আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, ফেনী সদরের দেবীপুর বিসিক রোডে অবস্থিত এস আর ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণের অপরাধে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও একজন সচেতন ভোক্তার অভিযোগের ভিত্তিতে নারিকেল পট্টি, বড় বাজারে অবস্থিত আজিম ব্রাদার্সকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এখানে মেয়াদোত্তীর্ণ ভোজ্যতেল বিক্রির অপরাধে অভিযোগকারীকে আরোপিত জরিমানার ২৫% হিসাবেএক হাজার টাকা প্রদান করা হয়।

অভিযানে এ সময় সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও জেলা পুলিশ লাইনের একটি টিম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
X
Fresh