• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৫
মানববন্ধন×অতিবাহিত×সমাজ×বিচার×আন্দোলন×গ্রেপ্তার×বাহিনী×বরিশাল×
ছবি সংগৃহীত

নেয়াখালীর কোম্পানীগঞ্জের সাহসী কলম সৈনিক সাংবাদিক বোরহানউদ্দিন মোজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যায় ব্যাবহৃত অস্ত্র উদ্ধারসহ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের প্রতিবাদী সাংবাদিকবৃন্দ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বরিশাল সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মনিরুল আলম স্বপন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আরটিভি বরিশাল প্রতিনিধি মো. আলী খান জসিম, সাবেক সভাপতি ডেইলি স্টার বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা ও ঢাকা পোস্টের বরিশালের প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান।

এ সময় গণমাধ্যম কর্মীরা বলেন, ঘটনার পর অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবার পরও সেই অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।

সাংবাদিক বোরহানউদ্দিনের হত্যাকারী দ্রুত গ্রেপ্তার করে আইনের অওতায় আনা হলে বরিশালের সাংবাদিক সমাজ বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।

এসময় একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে বরিশাল ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনসহ সংবাদকর্মীদের বিভিন্ন সংগঠন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
রাজধানীতে গ্রেপ্তার ২৭
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
X
Fresh