• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানবন্ধন

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০২
মানববন্ধন×মালিক×ভূমি×জমি×অফিস×ব্রাহ্মণবাড়ীয়া×ভুক্তভোগী×সমস্যা×
ছবি আরটিভি নিউজ

সিটিজেন চার্টার অনুসারে ৪৫কার্য দিবসে জায়গার নাম খারিজের আবেদন নিস্পত্তি করার কথা।

কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাসের পর মাস ঘুরেও এই কাজ হচ্ছে না। ফলে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদনের স্তুপ জমে আছে। সীমাহীন সমস্যায় ভুগছেন জায়গা-জমির মালিকরা।

এরই প্রতিবাদে আজ বুধবার সকালে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে এসে উপজেলা নিবার্হী কর্মকর্তা সমাধানের আশ্বাস দেন। ভুক্তভোগীরা জানান, গত এক-দেড় বছর ধরে নাম খারিজের আবেদন নিস্পত্তিতে দীর্ঘসূত্রিতা হচ্ছে। সরাইলে গত দেড় বছরেরও অধিক সময় ধরে খারিজে ধীরগতি।

এর মধ্যে দুই মাস কোনও খারিজই করা হয়নি। ফলে আটকে পড়ে জায়গা জমি ক্রয়-বিক্রয়। আরও নানা সমস্যার সম্মুখীন হতে হয় জমির মালিকদের। সকালে ভুক্তভোগীরা উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধনে দাঁড়ানোর পর সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। তিনি মানববন্ধনকারীদের সঙ্গে এ নিয়ে আলোচনার প্রস্তাব দেন। পরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বসে তিনি দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
এক বিভাগে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
X
Fresh