• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ

আরটিভি অনলাইন রিপোর্ট, মেহেরপুর

  ০২ এপ্রিল ২০১৭, ১৪:২৯

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে মেহেরপুরের গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে এগারটার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হবার কিছু নেই। একজনের দেখাদেখি আরেকজন অসুস্থতাবোধ করছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। ট্যাবলেট খেয়ে কয়েকজন ছাত্রী অসুস্থতাবোধ করে। এক পর্যায়ে অর্ধশতাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৬ জন ছাত্র ও বাকিরা ছাত্রী।

অসুস্থ শিক্ষার্থীরা জানান, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার আধাঘণ্টা পর বমি বমি ভাব ও মাথাঘোরা শুরু হয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে।

গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ছাত্রছাত্রীদেরকে সকালে খেয়ে আসতে বলা হয়েছিল। পরে বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩শ’ ছাত্রছাত্রীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর দু’ঘণ্টা পর এক ছাত্র হঠাৎ মাথা ঘুরছে বলে জানায়। তার দেখাদেখি আতঙ্কে অন্যরা অসুস্থতাবোধ করে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান জানান, কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ার কোনো কারণ নেই। এক জনের দেখাদেখি আরেকজন অসুস্থ হয়ে পড়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো। প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৭ জনকে বাড়িতে পাঠানো হয়েছে। বাকিরা বিকেলের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh