• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চালকদের মারধরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ দিনেও গ্রেফতার হয়নি কেউ

সিলেট প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১১

ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সিএনজি অটোরিকশা চালকদের মারধরে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদের (৩৫) নির্মম মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়। এ ঘটনায় তিনদিন পর সোমবার সন্ধ্যায় সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকা থেকে অটোরিকশাটি (সিলেট থ-১২-৪২৭০) উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তবে এখনো কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানিয়েছেন, গাড়ির নাম্বার মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এখনো ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি। তবে শিগগিরই গ্রেফতার করা হবে।

গত শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের সামনে সিএনজি অটোরিকশা চালকদের বেধড়ক মারপিটে নির্মমভাবে প্রাণ হারান মওদুদ। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামের মো. আব্দুল ওয়াহেদের ছেলে। সিলেটের জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংক, হরিপুর গ্যাস ফিল্ড শাখার অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন এবং নগরীর রাজারগলিতে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় রোববার নিহত মওদুদের বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদি হয়ে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি অটোরিকশা চালক নোমান হাছনুরসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।


এসআর/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
যে ৪ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে
X
Fresh