• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দীর্ঘ ১৮ বছর পর চাটমোহরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের এমপি। সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) রেজাউল করিম লাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা এস এম কামাল হোসেন। চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.সাখাওয়াত হোসেন সাখো'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল কবির ঠান্ডু,মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীমসহ পাবনার বিভিন্ন সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ,চাটমোহর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তৃতায় এস এম কামাল হোসেন ঐতিহাসিক ২৩ ফেব্রুয়ারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য, ১৯৬৯ সালের আজকের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রজনতা বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে " বঙ্গবন্ধু"- উপাধিতে ভূষিত করে।

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল ১১.১০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে বেলা ৩ টায় সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ২০১৩ সালের ২৭ এপ্রিল সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে : মির্জা ফখরুল
আ.লীগ এখন সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩
আ.লীগের পক্ষ থেকে দেশবাসীকে কাদেরের ঈদের শুভেচ্ছা 
X
Fresh