• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৩
দগ্ধ×বিস্ফোরণ×প্রতিষ্ঠান×লিমিটেড×চুয়াডাঙ্গা×কোম্পানি×ভাইস×শ্রমিকরা×
ছবি আরটিভি নিউজ

চুয়াডাঙ্গায় সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে (ক্যারন পোকপন্ড বাংলাদেশ) বিন বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সুবদিয়া গ্রামে ওই পশুখাদ্য উৎপাদন কারখানায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখে। পরে দুপুরে বিষয়টি জানাজানি হয়। আহতরা হলেন, সদর উপজেলার বেগনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে তানজিন আরিফ সজিব (২৯) একই উপজেলার মানিকদিহির গোলাম মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসনাত জানান, সকালে যথারীতি প্রতিষ্ঠানে কাজ করছিলেন শ্রমিকরা।

সময় শ্রমিক তানজিন আরিফ ভুট্টা সয়াবিনের বিন পরিষ্কার করতে গেলে অসাবধানতাবসত তা বিস্ফোরিত হয়।

এতে দগ্ধ হন শ্রমিক তানজিন আরিফ আব্দুল্লাহ আল মামুন।

তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার পর ওই দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তাদের মুখমণ্ডল, দুই হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর দুইটার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়। বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আরটিভি নিউজকে জানান, বিষয়টি আমরা শুনেছি। তবে এখনও কেউ কোনও অভিযোগ করেনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
X
Fresh