• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বালি ভরাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নদী রক্ষা কমিশনের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫
আশুগঞ্জ×প্রতিনিধি×বিদ্যুৎ×স্টেশন×নির্বাহী×মঙ্গলবার×ভৈরব×উপস্থিত×
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের নামে মেঘনা নদীর পূর্বপাড় বালি ভরাট করার ঘটনায় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে কমিশনের উপ-প্রধান মো. সফি উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় মেঘনার তীর পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নদী রক্ষা কমিশনের সহকারী পরিচালক তৌহিদুল আজিজ ও আশরাফুল হক।

এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরববিন্দু বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি ফিরোজা পারভীন, বিআইডব্লিওটিএ এর ভৈরব-আশুগঞ্জ বন্দরের উপ-পরিচালকশহীদ উল্লাহ, ভৈরব নৌ-পুলিশের ইনচার্জ মো. তরিকুল ইসলাম তালুকদারসহ সরকারি- বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তদন্ত শেষে তারা আশুগঞ্জ পাওয়ার স্টেশনের একটি কক্ষে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের উপ-প্রধান মো. সফি উল্লাহ বলেন, পানি উন্নয়ন বোর্ড, বিআই ডব্লিওটিএসহ নদীকেন্দ্রীক সরকারি প্রত্যেক বিভাগকে ডাকা হয়েছে। তাদেরকে মতামত দেওয়ার জন্যে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরপর এ ব্যাপারে যৌথ তদন্ত করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
এসির টেম্পারেচার যত হলে স্বাস্থ্যের জন্য ভালো, হবে বিদ্যুৎ বিলেরও সাশ্রয়
X
Fresh