• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যশোর রেলওয়ের ১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৮
যশোর×খুলনা×স্থাপনা×অবৈধ×কর্মী×নিরাপত্তা×জিআরপি×অভিযান×
ছবি সংগৃহীত

যশোরে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালিয়ে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছেন।

আজ মঙ্গলবার সকাল দশটার দিকে খুলনা থেকে আসা বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হাফিজুল হক অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম বলেন, যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ (কাঁচা-পাকা) বিভিন্ন স্থাপনা তৈরি করে জবর-দখল করে রেখেছে। বিভিন্ন সময় তাদের রেলওয়ের জায়গা ছাড়তে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা দখল ছাড়েনি। সেই কারণে আজ সকাল দশটা থেকে ওই সমস্ত স্থাপনা উচ্ছেদের কাজ চলছে।

তিনি আরও বলেন, মোট ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ তালিকায় রয়েছে। সবগুলোই উচ্ছেদ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হক আরটিভি নিউজকে জানান, এই অভিযানে যশোর জেলা পুলিশ, জিআরপি এবং রেলওয়ের নিরাপত্তা কর্মীরা অংশ নিচ্ছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
ফেসবুকে লাইভের জেরে চাকরি গেল এসপির
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
X
Fresh