logo
  • ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ২০ ফাল্গুন ১৪২৭

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৯
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৮

পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে নিহত ১

খাগড়াছড়ি×পাহাড়×মাটি×জমি×মৃত্যু×উদ্ধার×বাড়ি×পশাসন×
ছবি আরটিভি নিউজ

খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি টিলার মাটি কাটার সময়ে ধসে পড়ে মো. মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রামগড়ের কালাডেবা সম্প্রু পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মিজানুর রহমান একই এলাকার মো. ফরিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বাড়ির পাশের পাহাড়ি টিলা থেকে মাটি কেটে জমিতে নিচ্ছিলেন নিহত মিজানুর রহমান।

দুপুরে টিলার নিচ থেকে মাটি সরানোর সময় তিনি মাটি চাপা পড়েন। এ সময় তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান আরটিভি নিউজকে জানান, টিলার মাটি কাটার সময় চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মাটি কাটার জন্য প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খাগড়াছড়িতে শুষ্ক মৌসুমে পাহাড়ি টিলার মাটি কেটে ইট-ভাটাসহ বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে। দোষীদের বিরুদ্ধে প্রশাসনের দুর্বল আইনের প্রয়োগের কারণে প্রতি বর্ষা মৌসুমে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

জেবি

RTV Drama
RTVPLUS