• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চেয়ারম্যান প্রার্থীর শোডাউনে বহিরাগতরা ছিলো

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০০
বৃহস্পতিবার×হাকিমপুর×নির্বাচন×সম্ভাব্য×ভাবমূর্তি×মালেক×ইউনিয়ন×সংবাদ×
ছবি আরটিভি নিউজ

গত বৃহস্পতিবার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমান এলাকায় একটি মোটরসাইকেল শোভাযাত্রা করেন। ওই শোভাযাত্রাটি নিয়ে কয়েকটি পত্রিকাসহ বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রচারিত হয়।

সংবাদের উল্লেখ করা হয়েছে, শোভাযাত্রায় খট্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়। বাস্তবে শোভাযাত্রাটিতে খট্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়নি। সম্ভাব্য প্রার্থী কাওছার রহমান বহিরাগত লোকজন নিয়ে শোভাযাত্রাটি করেন এবং সংবাদকর্মীদের ভুয়া তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি আব্দুল মালেক মণ্ডল ওই সংবাদটির তীব্র প্রতিবাদ জানায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
X
Fresh