• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফেনীতে অবৈধ ভূমি দখলের অভিযোগে এক লাখ টাকা জরিমানা 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৮
Feni fined Tk 1 lakh for illegal land grabbing
ফেনীর সোনাগাজী

ফেনীর সোনাগাজী উপজেলার থাক খোয়াজের লামছি-চর খোন্দকার অবৈধভাবে সরকারি খাল ও ভূমি দখলের অভিযোগে জাতীয় পার্টির সদস্য সচিব সিরাজুল ইসলামের এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে জনৈক সিরাজুল ইসলামকে এক লাখ টাকা অর্থদণ্ড, দুটি মাটি কাটার এক্সেভেটর মেশিন জব্দ, দুজন ড্রাইভারকে প্রশাসনের জিম্মায় নেওয়া হয়।

পুলিশ ও আনসার টিমের সহায়তায় এসময় উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় দখলকৃত খাল ও ভূমিতে সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৪৬ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা অপু চৌধুরী জানান, সাবেক এমপি রহিম উল্যাহ এবং ফেনী- ৩ আসনের সাংসদ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর নাম ভাঙিয়ে স্থানীয় প্রভাবশালী মহল ভূমি জোরপূর্বক দখল করে নেয়। এসব জমি অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণের প্রস্তাব করেছে জেলা প্রশাসন।

এই বিষয়ে জাপা নেতা সিরাজুল ইসলাম সিরাজ জানান, আমার ভাড়ায় চালিত স্কাভেটর মেশিন আটক ও জরিমানা করা কিংবা ভূমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
X
Fresh