চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ
পুকুর থেকে আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

চাঁদপুরের হাজিগঞ্জে বাপ্পী মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
আজ সোমবার সকালে পৌরসভার রান্ধুনীমুড়া সোলেমান বেপারি বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাপ্পী হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. সেলিম মিয়ার ছেলে।
গেলো ২০ ফেরুয়ারি রাতে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। মোবাইল ফোনে অনেকবার কল করেও তার মোবাইল বন্ধ পাওয়ায় নিহতের বাবা হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিহত বাপ্পী মিয়ার আব্দুল্লাহ ও আবিদা নামের দুইটি সন্তান রয়েছে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সঙ্গে থাকা তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি