• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে ট্রলার ডুবি : ৫ দিনে ১৮ মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৭, ২২:১৭

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৫ দিনে ১০ নারী, ৩ শিশুসহ ১৮ জনের মরদেহ উদ্ধার হলো।

শনিবার রাত ৮টার দিকে পানগুছি নদীর সোনাখালী এলাকা থেকে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা ১০ মাস বয়সী শিশু রাহাতের মরদেহ উদ্ধার করেন। শিশুটি মোড়েলগঞ্জ উপজেলার পল্লি মঙ্গল গ্রামের বাচ্চু বাদশার ছেলে। তার পরনে জামা ও গলায় থাকা দুটি তাবিজ দেখে একমাত্র সন্তানের মরদেহ শনাক্ত করেন নিহতের পিতা। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাশেদুল ইসলাম জানান, শনিবার রাতে স্থানীয় লোকজন পানগুছি নদীর সোনাখালী এলাকায় এক শিশুর মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শনিবার বেলা সাড়ে এগারোটায় মোরেলগঞ্জ ফেরিঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সংবাদ সম্মেলন করে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

গেলো মঙ্গলবার ( ২৮ মার্চ) সকাল সোয়া দশটার দিকে পারাপারের সময় ৮০ জন যাত্রী নিয়ে পানগুছি নদীতে ট্রলারটি ডুবে যায়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh