• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পলাশবাড়ীতে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ০১ এপ্রিল ২০১৭, ২১:৩০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে সিদ্দিক মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার দুপুরে উপজেলার সাকোয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মিয়া বাড়ি পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা দক্ষিণ মিরুপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

আহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে লালমিয়া (২৫), একই উপজেলার কালিতলা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে শফিকুল (৩০) এবং পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকার মৃত মফছের আলীর ছেলে আইয়ুব আলী (৪৫)।

পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গেলো শুক্রবার রাতে উপজেলার সাকোয়া সেতু এলাকায় ডাকাতির চেষ্টাকালে চারজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে পুলিশ আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই থানায় নিয়ে যায়।

এদের মধ্যে সিদ্দিক মিয়ার অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তনয় কুমার বলেন, তাকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এ ঘটনায় পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান বাদী হয়ে থানায় ডাকাতি মামলা করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, সিদ্দিক মিয়া শুক্রবার রাতে গণপিটুনিতে মারাত্মক আহত হয়। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোরে থানায় আনা হয়। পরদিন শনিবার দুপুরে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা যান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh