• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গাড়িতে হিন্দি গান, ফিল্মি কায়দায় গাড়ি আটক, জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৫
Hindi songs in the car, the car was detained in a filmy manner, fined
গাড়িতে হিন্দি গান, গাড়ি আটক

চট্টগ্রামের কর্ণফুলী সেতুর দক্ষিণ অংশে মইজ্জারটেক এলাকায় একটি বনভোজনের গাড়িতে উচ্চস্বরে হিন্দি গান ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। আজ রোববার এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ১১টার সময় পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়ার পথে শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা দিয়ে বনভোজনের একটি ট্রাক বেপরোয়া গতি ও উচ্চস্বরে হিন্দি গান গেয়ে অতিক্রম করছিল। ওই সময় গাড়িটিকে থামানোর সংকেত দেন কর্ণফুলীর ইউএনও। কিন্তু চালক তা না মেনে গতি বাড়িয়ে চলে যান। পেছন পেছন ধাওয়া করে দুই কিলোমিটার পর ক্রসিং এলাকায় গিয়ে ট্রাকটিকে আটক করেন তিনি। আটক করার পর চালককে ইউএনও অফিসে নিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চালককের কাছে থেকে মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। চালক আর এই ধরনের কাজ করবেন না বলে জানান।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, গাড়িটিকে থামাতে বললে চালক আরও দ্রুতগতিতে গাড়ি চালানো শুরু করে। গাড়িটির পিছনে-পিছনে ধাওয়া করে ফিল্মি কায়দায় ২ কিলোমিটার পর গাড়িটিকে আটক করি। আজ ২১শে ফেব্রুয়ারি ভাষার অসম্মান করে নেচে–গেয়ে বিদেশি গান গাওয়ায় জরিমানা করা হয়। বাংলা ভাষার সঠিক প্রয়োগ ও প্রসারের জন্য এসব অব্যাহত থাকবে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X
Fresh