• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৪
Construction competition of Shaheed Minar was held in Barisal
বরিশালে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার নগরীর সুবিধাবঞ্চিত রসুলপুর চরে এই প্রতিযোগিতার আয়োজন করে।

বিগত বছরের মতো এবছরও একুশের এই দিনে নগরীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রসুলপুর চরে ব্যতিক্রমধর্মী শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করেন তারা। চরের সুবিধাবঞ্চিত কয়েকশ শিশু কলাগাছ, কাঠেরগুঁড়ি, ইট, মাটিসহ অন্যান্য সামগ্রী দিয়ে স্থানীয়ভাবে ৩০টি শহীদ মিনার নির্মাণ করে। এরপর তারা শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

প্রতিযোগিতার অন্যতম পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক জেলা বাসদ সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী জানান, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে একুশের চেতনা নিয়ে অনেক আয়োজন হয়। কিন্তু রসুলপুর চরের সুবিধাবঞ্চিত শিশুরা এই চেতনার ছোঁয়া পান না। তাদের মধ্যে একুশের চেতনা সৃষ্টি ও একুশ সম্পর্কে জানাতে এ আয়োজন।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু
X
Fresh