বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২১
মাদরাসার বিদায়ী অধ্যক্ষকে দামী গাড়ি দিলেন শিক্ষার্থীরা

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ১৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। আল মাহমুদ সাবেক ছাত্র ফোরামের ব্যানারে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে গাড়ি উপহার দেয়া হয়। সুলতান মাহমুদ ওই মাদরাসায় ৪২ বছর শিক্ষকতা করার পর সম্প্রতি তিনি অবসরে যান।
আরও পড়ুনঃ সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু
শনিবার (২০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আড়ম্বর এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওই মাদরাসা সাবেক ছাত্ররা উপস্থিত থেকে সুলতান মাহমুদকে গাড়ি হস্তান্তর করেন।
আরও পড়ুনঃ আশ্রয়ণ প্রকল্পের ঘর ফেরত দিয়ে ঝামেলায় বশির
ছাত্ররা বলেন, অধ্যক্ষ সুলতান মাহমুদ দীর্ঘবছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেন। তিনি শিক্ষার্থীদের সন্তানের মত ভালোবেসে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তাঁর বদৌলতেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দেশের সেরা ফলাফল অর্জনের গৌরব লাভ করেছে।
এসএস