• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তিনি অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি করেন!

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫০
তিনি অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি করেন!
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকাসহ মো. আবদুল করিম (৩৯) নামে এক ইলেক্ট্রনিক পণ্যের ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি তিনি অ্যাপের মধ্যমে ইয়াবা বিক্রি করেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশের পক্ষ থেকে মো. আবদুল করিম (৩৯) নামে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানানো হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে নিউমার্কেট মোড়ের কাছ থেকে আবদুল করিমকে (৩৯) আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

তিনি বলেন, আবদুল করিম ইলেকট্রনিক্সের ব্যবসা করে বলে জানা গেছে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর ইয়াবা ক্রেতাদের সঙ্গে আবদুল করিম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমু, টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে ইয়াবা বিক্রি করতেন।

ওসি বলেন, আবদুল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ

সব কর্মসূচি প্রত্যাহার করলেন কাদের মির্জা

সৈয়দপুরে মধ্যরাতে আ.লীগ-জাপা দফায় দফায় সংঘর্ষ

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
X
Fresh