• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রাক্টরের ধাক্কায় শ্রমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫০
নিহত×ট্রাক×সাধারণ×মরদেহ×জামাল×থানা×ট্রাক্টর×সমঝোতা×
ফাইল ছবি

পঞ্চগড়ের ট্রাক্টরের ধাক্কায় আইনুল ইসলাম (৪০) নামে শ্রমিক নিহত হয়েছে।আহত হয়েছে ট্রাক্টরের চালক হাবিবুর রহমান হাবিব।

শনিবার দুপুরে জেলার ট্রাক টার্মিনাল এলাকায় নিহতের ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেদবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের ইসারউদ্দিনের ছেলে। ট্রাক্টরের বালু উঠানামার শ্রমিকের কাজ করছিল আইনুল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি বালুভর্তি ট্রাক্টর বোদা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে ট্রাক্টরটি ট্রাক টার্মিনাল এলাকায় বিসিক শিল্পনগরীর পাশ দিয়ে আরেকটি ট্রাক্টর প্রধান সড়কে উঠার সময় দুই ট্রাক্টরের সংঘর্ষে বাধে। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় আইনুল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত ট্রাক্টর চালক হাবিব ও নিহতের মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে, নিহতের মরদেহ পঞ্চগড় সদর থানায় রয়েছে তবে নিহতের পরিবার ট্রাক্টর মালিকরা সমঝোতার চেষ্টা করছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
X
Fresh