logo
  • ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ২০ ফাল্গুন ১৪২৭

নড়াইলে টিকা নিলেন ১১,৮৯১ জন

টিকা×নড়াইল×নিউজ×ডোজ×দ্বিতীয়×সিভিল×সার্জন×প্রথম×
ছবি সংগৃহীত

নড়াইল জেলায় প্রথম ধাপে ২৪ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন প্রথম ডোজের টিকা দেওয়া হবে। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১১,৮৯১ জন। এখন রেজিস্ট্রেশন করে আসার কারণে তেমন ভিড় না থাকলেও ভয়ভীতি কাটিয়ে প্রতিদিনই উপস্থিতির সংখ্যা বাড়ছে। আজ শনিবার সকাল থেকেই প্রতিটি টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা লোকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গেলো বৃহস্পতিবার ১,৬০৩ জন করোনার ১ম ডোজ টিকা গ্রহণ করেছে।

জেলার নড়াইল সদরে ৮১৬ ( পুরুষ-৪৭২- মহিলা- ৩৪৪) লোহাগড়ায়-৩৯৭ ( পুরুষ--২১৪ মহিলা- ১৮৩ ) এবং কালিয়ায় -৩৯০( পুরুষ-২২১- মহিলা- ১৬৯ ) জন কোভিড-১৯ ভ্যাকসিনের গ্রহণ করেছেন।

সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার আরটিভি নিউজকে জানান, প্রথমে জেলায় ২৪,০০০ ডোজ টিকা এসেছে। প্রথম অবস্থায় সিদ্ধান্ত হয়েছিল ১২ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। বাকি ১২ হাজার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পরে সরকারিভাবে জানানো হয়েছে প্রথম ডোজেই ২৪ হাজার মানুষওকে টিকা দিতে হবে। দ্বিতীয় ডোজ পরে আসলে দেওয়া হবে।

জেবি

RTV Drama
RTVPLUS