• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সীমিত আকারে

বেনাপোল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩০
মাতৃভাষা×বেনাপোল×ভারত×বাংলাদেশ×অংশগ্রহণ×শুভেচ্ছা×বেদি×বাংলাভাষা×
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের কারণে দু’দেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যৌথ অনুষ্ঠান পালিত হচ্ছে সীমিত আকারে।

প্রতিবছর আন্তর্জাতিক মৃাতৃভাষা দিবসটি বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে পালিত হয় যৌথভাবে।

হাজার হাজার বাংলাভাষা প্রেমী মানুষ প্রাণের আবেগে ছুটি আসে মাতৃভাষা দিবস উদযাপনে।

ছোট আকারে এবার নোম্যান্সল্যান্ডে নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদবেদী।

দুই দেশের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানবেন।

তবে এবার বাংলাদেশ অংশে কোনও অনুষ্ঠান হচ্ছে না। বাংলাদেশে থেকে ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন ভারতীয় একুশের অনুষ্ঠানে। ২০০২ সাল থেকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে দুই দেশ যৌথভাবে উদযাপন করে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাংলাদেশের যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।

কিন্তু এবারের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বেনাপোলে চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ-ভারত সীমান্তে এই দৃশ্য দেখা যাবে না।

চলতি বছর এবারের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পৌর মেয়র শ্রী শংকর আঢ্য এবং বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
X
Fresh