logo
  • ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ২০ ফাল্গুন ১৪২৭

মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মৃত্যু×শ্রমিক×কর্মী×শান্তিবাগ×নির্মাণাধীন×বাড়ি×মারা×নকুল×
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ল্যাট্রিনের গর্ত খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে কান্ত রায় (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছ আরও তিন জন।

শনিবার দুপুরে শহরের শান্তিবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা জানায়, শান্তিবাগ এলাকায় জনৈক নুকুলের নির্মাণাধীন বাড়িতে ল্যাট্রিনের গর্ত খুড়ছিল চার শ্রমিক। দুপুরে হঠাৎ করে গর্তের চার পাশের মাটি ধসে পড়ে তারা চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়।

জেবি

RTV Drama
RTVPLUS