logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

একটি মাস্কের জন্য প্রাণ গেলো রফিকুলের

মাস্ক×প্রাণ×বিদ্যুৎ×আবেদন×ময়নাতদন্ত×দাফন×পরিবার×আজিজুল
ছবি সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বড়আচড়া গ্রামে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত রফিকুল ডুবপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম নিজ বাড়ির তিন তলার বারান্দায় তার মাস্ক শুকাতে দেন। বাতাসে মাস্কটি উড়ে গিয়ে বৈদ্যুতিক তারের উপর যেয়ে পড়ে। এরপর তিনি অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে মাস্কটি আনার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, পরিবারের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি

RTV Drama
RTVPLUS