• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবাধে চলছে ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৭, ১৭:৪৫

মৌলভীবাজারে নিয়মের তোয়াক্কা না করেই চলছে সিএনজি অটোরিকশার অবৈধ রেজিস্ট্রেশন।

ক'বছর আগেও পরিচ্ছন্ন ও সাজানো গোছানো নগরীর তালিকায় ছিল চায়ের জন্য বিখ্যাত মৌলভীবাজার। অথচ অবৈধ সিএনজি অটোরিকশার ভিড়ে সবুজে ঘেরা এ শহরে এখন নির্বিঘ্নে চলাচল করাই বেশ কঠিন। শহরে ৩ হাজার অটোরিকশা চলার অনুমতি থাকলেও বর্তমানে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৫০টিতে। অনুমোদনের অপেক্ষায় আছে আরো এক হাজার। নির্দিষ্ট সংখ্যার কয়েকগুণ বেশি অটোরিকশার চাপে অস্বস্তিতে নগরবাসী।

যানজট এখন তাদের নিত্যসঙ্গী। পরিবহন খাতেও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। আর সিএনজিগুলোর ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে যত্রতত্র চলাচল করায় প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে মানুষ।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জানান, অবৈধ অনুমোদন এবং ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, সিএনজি চালকদের দৌরাত্ম্য কমাতে সিলেট বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগও দিয়েছে মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক সমিতি।

এলাকাবাসীর প্রত্যাশা ন্যায্য ভাড়া নিশ্চিতের পাশাপাশি যানজট কমাতে প্রশাসন শিগগির যথাযথ ব্যবস্থা নেবে।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh