logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে উঠছে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে উঠছে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

তালা ভেঙে আবাসিক হলে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আল-বেরুণী হল এবং ফজিলাতুন্নেসা হলের তালা ভাঙেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল থেকে হল খোলাসহ তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাছের গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিনটি দাবি হচ্ছে- গতকালের হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার। গেরুয়া এলাকার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ এলাকায় স্থায়ীভাবে দেয়াল তুলে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়া।

এসকল দাবি নিয়ে সকাল ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকার অনুমতি না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা সম্ভব না।'

এর পর শিক্ষার্থীরা বেলা সাড়ে ১২টার দিকে আল-বেরুণী এবং ফজিলাতুন্নেসা হলের তালা ভাঙেন। ধারাবাহিকভাবে সকল হলের তালা ভেঙে তারা ভেতরে অবস্থান করবেন বলে জানান।

শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ থাকায় আমরা বিশ্ববিদ্যালয় আশপাশে এলাকায় থাকছিলাম। আমরা সেখানে অনিরাপদ। আমরা বাধ্য হয়ে হলে উঠেছি।

এসএস

RTV Drama
RTVPLUS