• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় সেনাপ্রধানের গাইবান্ধা স্মৃতিসৌধ পরিদর্শন

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ০১ এপ্রিল ২০১৭, ১৬:৫৪

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার কাটাখালী হেলিপ্যাডে নামে। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রীসহ ৪ জন।

পরে ভারতীয় সেনাপ্রধান ৩৫ মিনিট গাইবান্ধার স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে, তার সফরকে ঘিরে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রংপুর-বগুড়া মহাসড়কের স্মৃতিসৌধ সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।

১৯৭১ সালে কাটাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনারা সম্মুখযুদ্ধে শহীদ হন। পরবর্তীতে ওই এলাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত হয় স্মৃতিসৌধ। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতীয় সেনাপ্রধান গোবিন্দগঞ্জে আসে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh