• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৩
মৃত্যু×সড়ক×দুর্ঘটনা×ফরিদপুর×ভাঙ্গা×ছেলে×মেয়ে×স্বজন×
ছবি আরটিভি নিউজ

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লুৎফর কাজী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ফ্লাইওভারের নিচে ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর কাজী একই উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামের সুরহাব কাজীর ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোভ্যান যোগে লুৎফর কাজী ভাঙ্গা থেকে পুকুরিয়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে অটোভ্যানটি ভাঙ্গা ফ্লাইওভারের নিচে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফরিদপুর থেকে বরিশালগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে লুৎফর গাজী নিহত ও ভ্যানজচালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ভ্যানচালককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হামিরদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য হামিদ মাতুব্বর আরটিভি নিউজকে জানান, নিহত লুৎফর কাজীর ছোট তিন ছেলে-মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ এমন মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আরটিভি নিউজকে জানান, মরদেহটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
মাহির ছেলের জন্মদিনে যে বার্তা দিলেন পরীমণি
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
X
Fresh