• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অসহায় নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৪
জমি×ফরিদপুর×জায়গা×স্ত্রী×শোনা×সীমানা×গণমান্য×শালিস×
ছবি সংগৃহীত

ফরিদপুরের সালথা সদর উপজেলার পাটপাশা গ্রামের সবিতা রাণীর বিপুল পরিমান জমি হাতিয়ে নিতে প্রভাবশালী একটি চক্র পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে

সম্প্রতি, অসহায় সবিতা রানীর জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে জমি দখলে বাঁধা দেওয়ায় সবিতা রানী তার বয়োবৃদ্ধ অসুস্থ্য স্বামীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে

বর্তমানে সবিতা রানী তার অসুস্থ স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হয়েছে প্রাপ্ত অভিযোগ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটপাশা মৌজার ২৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে পেয়ে ভোগদখল করে আসছিলেন নির্মল সাহা পরে তিনি তার স্ত্রী সবিতা রানীর নামে তা লিখে দেন নির্মল সাহা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন জমি জমাসহ সাংসারিক সবকিছুরই দেখা শোনা করেন সবিতা রানী সম্প্রতি সবিতা রানী তার জায়গায় সীমানা ঘেরাও করতে গেলে স্থানীয় প্রভাবশালী খোকন সাহা তাতে বাঁধা প্রদান করেন খোকন সাহা দাবি করেন, সবিতা রাণী তার জায়গা দখল করে রেখেছেন নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিস বৈঠক হয় সেই শালিস বৈঠকে সবিতা রানীর পক্ষে রায় দেওয়া হয় খোকন সাহা শালিস বৈঠকের রায় মেনে নিলেও পরবর্তীতে প্রভাব খাটিয়ে সবিতা রানীর জায়গাটি দখলের চেষ্টা চালায় সবিতা রানী অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে তার জায়গাটি দখলের জন্য খোকন সাহা তার লোকজন চেষ্টা করছে তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে মামলা দিয়ে এলাকা ছাড়ার পাশাপাশি দেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে বলে তাকে হুমকি দেওয়া হয়েছে

তিনি বলেন, বর্তমানে আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি যেকোনো সময় আমার স্বামী আমাকে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি জানে মেরে ফেলার ফন্দি আঁটছে বিষয়ে আমি জেলা প্রশাসক পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি

বিষয়ে খোকন সাহার ভাই বিপ্লব সাহা জানান, সবিতা রানী জোরপূর্বক আমার ভাইয়ের সম্পত্তি দখল করে রেখেছে আমরা কারো হুমকি ধামকি দেইনি

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে হিল্লোলের মন্তব্য 
X
Fresh