logo
  • ঢাকা বুধবার, ০৩ মার্চ ২০২১, ১৮ ফাল্গুন ১৪২৭

ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত

শিক্ষক×নিহত×দুর্ঘটনা×বাইসাইকেল×সোনামসজিদ×চালক×গুরুতর×স্থানীয়×
ছবি আরটিভি নিউজ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউদের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গনকা মিল্কীর সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০) ও গোপালগঞ্জের রেজাউল করিম সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান (২০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন আরটিভি নিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের দুই শিক্ষার্থী বাইসাইকেল যোগে বাড়ি ফেরার সময় সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তারা মারা যায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।

জেবি

RTV Drama
RTVPLUS