• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় টিকা নিলেন ৩১ হাজার ১৬ জন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৭
করোনা×টিকা×জেলা×হাজার×মানুষ×গ্রহণ×মুক্ত×পৃথক×
ছবি আরটিভি নিউজ

নওগাঁয় দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে করোনা টিকা গ্রহণে। ১০দিনে নওগাঁয় করোনা টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬ জন। নওগাঁ ২৫০ শয্যা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সুন্দর পরিবেশে পুরুষ ও নারীদের পৃথকভাবে টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণের সরকারি নির্দেশনা সময় পর্যন্ত বসে থাকতে দেখা গেছে টিকা গ্রহণকারীরা। এখনও পর্যন্ত জেলায় টিকা গ্রহণকারীদের শারীরিক কোনও অসুবিধা হয়নি বলে জানা গেছে। যারা টিকা গ্রহণ করেছেন তারা সবাই সুস্থ আছেন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-ই-মোর্শেদ জানান, নওগাঁয় সদরসহ ১১টি উপজেলায় গেলো ১০ দিনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৩১ হাজার ১৬জন মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণের এখন পর্যন্ত কোনও বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়নি।

তাই টিকা গ্রহণ করে দেশকে করোনাভাইরাস মুক্ত রাখতে এগিয়ে আসার অনুরোধ জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ১ কোরাল বিক্রি হলো ৩৩ হাজারে
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
X
Fresh