logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৬
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৭

ধর্ষণের পর বোনকে রেখে পালিয়ে গেলো ভাই

ধর্ষণ×ভাই×চন্দ্রগঞ্জ×গ্রেপ্তার×শিশু×আলমত×জব্দ×আদালত×
প্রতিকী ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মোনহরপুরে ১০ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে নির্যাতিতার মা বাদী হয়ে শিশুর চাচাতো ভাই সৈকতকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।

প্রতিবন্ধী ওই শিশুর বাবা ও মা জানান, গেলো মঙ্গলবার প্রতিবন্ধী মেয়েকে ঘরে একা রেখে সকালে ঋণের কিস্তি দিতে যায় তারা। এ সুযোগে ঘরে ঢুকে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে সৈকত। বাকপ্রতিবন্ধী হওয়ায় চিৎকারও দিতে পারেনি ভিকটিম শিশুটি। দুপুরে তার মা বাড়িতে ফিরলে সৈকতকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতে দেখে। পরে ঘরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় শিশুটি কাতরাচ্ছে। তাকে জিজ্ঞাসা করলে আকার-ইঙ্গিতে শিশুটি তার মাকে বিষয়টি বলে। পরে তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন :

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক আরটিভি নিউজকে জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দিলে শিশুটিকে আদালতের মাধ্যমে হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। একইসঙ্গে তার বাড়ি থেকে আলামত জব্দ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জেবি

RTV Drama
RTVPLUS