logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

দশামিনায় বেঙ্গল এক্সক্লুসিভ শপের ৯৩তম শো-রুমের উদ্বোধন

পটুয়াখালী×কোম্পানি×ঊর্ধ্বতন×ইউপি×চেয়ারম্যান×কর্মকর্তা×আ.লীগ×লিটন×
ফাইল ছবি

পটুয়াখালীর দশমিনায় বেঙ্গল এক্সক্লুসিভ শপের ৯৩তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিকমানের প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশের প্লাস্টিক শিল্পের একমাত্র সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিকসের উৎপাদিত নিত্য ব্যবহার্য প্লাস্টিক গৃহসামগ্রী প্লাস্টিক ফার্নিচার দেশের সকল স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ বুধবার দুপুর পৌনে দুইটায় বেঙ্গল এক্সক্লুসিভ শপের শো-রুম উদ্বোধন করা হয়। এই এক্সক্লুসিভ শপের শো-রুমের শুভ উদ্বোধন করেন বেঙ্গল প্লাস্টিকসের ডিজিএম ফজলে রাব্বি।

সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম মৃন্ময় কান্তি দাস, ডিএসএম মো. রুহুল আমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটনসহ কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি

RTV Drama
RTVPLUS