• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফতুল্লায় সড়কের ময়লা সরাতে আদালতের নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৫
অপরাধ×দণ্ডনীয়×গ্রহণ×লঙ্ঘন×আদালত×অধিদপ্তর×ব্যবস্থা×তদন্ত×
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষার পুকুর পাড় এলাকায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ করায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ) কাউসার আলম আদেশ দেন

আদালতের বেঞ্চ সহাকারী আতিকুর রহমান জানান, সদর উপজেলার ফতুল্লা লালপুর পৌষার পুকুরপাড় এলাকার মূল সড়কে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ দূষণ হচ্ছে বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদপত্র দৈনিক সংবাদচর্চায় সংবাদ প্রকাশ করলে তা আদালতের নজরে আসে আদালত সেই সংবাদটি আমলে নেয় পাশাপাশি পরিবেশ সংক্ষণ আইন ১৯৯৫ এর ধারার সুষ্পষ্ট লংঘন এবং ১৫ () এর ধারায় দণ্ডনীয় অপরাধ বলে মনে করেন ময়লা ফেলার মাধ্যমে কারা আইন লংঘন করছে আদালত তা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে একইসঙ্গে ২০১০ এর ১২ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দেন

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, আগামী মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত তদন্তে ফতুল্লা থানার ওসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সহযোগিতা করতে বলা হয়েছে এবং কারা সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ ময়লা সরাতে বলা হয়েছে সেই দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো. মুন্না খাঁন প্রতিবেদক রেদওয়ান আরিফকে আরও তথ্য দিয়ে সহযোগিতা করার নির্দেশ দেন প্রসঙ্গত, স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর আদালতে মামলা গ্রহণ এটিই প্রথম

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
X
Fresh