• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মায়ের হত্যাকারী বাবার ফাঁসির দাবিতে সড়কে সন্তান

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৬
বাবা×ফাঁসি×ব্রিজ×ইসলামপুর×রিয়াদ×মাদবর×ভাই×বাজার×
ছবি সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে

ঘটনায় মায়ের হত্যাকারী পাষণ্ড বাবা নজরুলের ফাঁসির দাবিতে সড়কে ছোট্ট শিশু সন্তান নয়নসহ (১২) বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন নিহতের পরিবার এবং ইসলামপুর ইউনিয়নবাসী

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার বুড়িরহাট বাজারসংলগ্ন বুড়িরহাট ব্রিজের ওপর ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল মানববন্ধন করা হয়

সময় নিহত আমেনার ছেলে নয়ন মাদবর, ভাই সুলতান মাদবর, আমিন মাদবর, ভাবি মনোয়ারা বেগম, ইসলামপুর ইউনিয়নের রিয়াদ মাদবর, মজিদ মাদবর মেম্বার আলতাফ হোসেন ব্যাপারীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন

নিহত আমেনা বেগমের ছেলে নয়ন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা আমার মাকে ঘরের দরজা বন্ধ করে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে আমার এখন এই দুনিয়াতে কেউ নেই আমার মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমি হত্যাকারী খুনি বাবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই কী দোষ করেছিল আমার মা; যেভাবে তাকে জীবন দিতে হলো এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে মাদরাসা পড়ুয়া ছোট্ট শিশু নয়ন

মানববন্ধনে নিহত আমেনা বেগমের ভাই সুলতান মাদবর বলেন, আমার বোনকে বিয়ে দেয়ার পর টাকা খরচ করে (মালয়েশিয়া) বিদেশ পাঠাই খুনি নজরুলকে বিদেশ যাওয়ার পর সাত বছর বোনকে কোনও খরচ পাঠাননি নজরুল আমরা খরচ দিতাম বোনকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করতো তাই নজরুল বিদেশ থেকে আসার আগে বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসি নজরুল বিদেশ থেকে ফিরলে এলাকার মুরব্বি তার পরিবারের লোকজন আমাদের বাড়িতে এসে আমেনাকে নিয়ে যায় বাড়িতে নিয়ে শারীরিক মানসিকভাবে টর্চার করতো বোন আমেনাকে ঘরে তালাবদ্ধ করে রাখতো গতকাল ঘরের দরজা বন্ধ করে নজরুল কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বোন আমেনাকে আমার বোনের হত্যাকারী নজরুলকে ফাঁসি দেওয়া হোক

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
X
Fresh