নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ
ধামইরহাটে আদিবাসীর মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে শিবলাল হাসদা (৫২) নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিবলাল হাসদা উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী গ্রামের বাসিন্দা।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন জানান, বেলা ১২টয় বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া মরদেহ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি।
জেবি