• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নগরীর উন্নয়নে অতীতের চেয়ে বেশি বরাদ্দ চান সাক্কু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৭, ২১:২৪

কুমিল্লা সিটির উন্নয়ন কাজের জন্য গেলো বারের চেয়ে এবার আরো বেশি বরাদ্দ চান নতুন নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।

শুক্রবার জেলা টাউন হলে ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সাক্কু বলেন, আধুনিক ও উন্নত কুমিল্লা গড়তে সবাইকে নিয়ে কাজ করবো। বিরোধীদলীয় মেয়র হিসেবে গেলো বারের চেয়ে নগরবাসীর উন্নয়নে এবার সরকারের কাছে বেশি বরাদ্দ দেয়ার দাবি করছি।

তিনি বলেন, প্রথমবার মেয়র নির্বাচিত হয়ে ১০টি কাজের মধ্যে দু’একটি ভুল হয়েছে। এবার সেক্ষেত্রে সতর্ক থাকবো। যাতে নগরীর উন্নয়নে বেশি কাজ করতে পারি।

নতুন মেয়র বলেন, কুমিল্লা নগরের অসমাপ্ত কাজ করতে মন্ত্রী ও স্থানীয় সাংসদ এবং নগরবাসীর সহযোগিতা চাই। নগরের উন্নয়নে সবার অংশীদারি চাই।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি ২৭ দফা ইশতেহার ঘোষণা করেছিলাম। ওই অনুযায়ী কাজ করবো। জলাবদ্ধতা, যানজট ও নতুন কর আরোপ করা হবে না মর্মে আমি ইশতেহার দিয়েছিলাম। অগ্রাধিকারমূলক ওই কাজ বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ নেয়া হবে।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh