• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মৃত্যুর আগেই ১০ গ্রামের মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯
মৃত্যুর আগেই ১০ গ্রামের মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
ছবি: সংগৃহীত

মৃত্যুর আগেই ১০ গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালেন ৮৮ বছরের বৃদ্ধ মো. মোসলেম প্রধান।

৮৮ বছরের এ বৃদ্ধের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল গ্রামে। গেল শুক্রবার নিজ বাড়িতে ভূরিভোজের আয়োজন করেন মোসলেম প্রধান। দিনব্যাপী ভূরিভোজে ১০ গ্রামের হাজারো মানুষের উপস্থিতি হয়।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় গরু জবাইসহ রান্নার কাজ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে অংশ নেন ১০ জন ইমাম। মোনাজাতের পর শুরু হয় খাওয়া-দাওয়া, যা বিকেল চারটা পর্যন্ত চলে।

বৃদ্ধ মোসলেম প্রধান চট্টগ্রাম মাইজভাণ্ডারী পীরের একজন অনুসারী। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের ব্যয়ভার তিনি নিজেই বহন করেন।

মোসলেম প্রধান বলেন, মৃত্যুর আগেই প্রতিবেশী ও আশপাশের গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছা ছিল। অবশেষে সেই ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh