চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৭
চট্টগ্রামে বস্তিতে আগুন, নিহত ৮০ বছরের বৃদ্ধা

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার পাশে রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। ৮০ বছরের এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে বস্তির একটি ঘরে নওশা নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন :
- ৩০২ কেজি ওজনের মাখন মিয়া মারা গেলেন
- প্রেমের বিয়ের পরদিনই লাশ হলো কলেজছাত্রী
- বিচারককে ঘুষ দিতে গিয়ে এসআই আটকের পর মুক্তি
এছাড়া আগুন নিয়ন্ত্রণে আসলেও এই বস্তির প্রায় ৫০ টি ঘর আগুনে পুড়ে গেছে। এছাড়া এই বস্তিতে যতগুলো ঘরবাড়ি ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
জিএম