• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেঘনায় আরো ৫ মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ৩১ মার্চ ২০১৭, ১৫:১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় বৃহস্পতিবার নারী-পুরুষসহ ৪ জনের মরদেহ উদ্ধারের পর শুক্রবার আরো ৫ যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

বৃহস্পতিবার রাত থেকেই নদীর তীরে ভীড় করেছেন নিখোঁজদের স্বজনেরা।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মামুন আরটিভি অনলাইনকে জানান, নদীতে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, এ পর্যন্ত নারীসহ ১২ জন নিখোঁজের নামের তালিকা করা হয়েছে। তবে নিখোঁজের কম-বেশি থাকতে পারে।

বৃহস্পতিবার বিকেলে রামপুরা থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী এলাকায় মেঘনা নদীতে ঢেউয়ের আঘাতে ডুবে যায়।

ট্রলারে ৮০ থেকে ৯০ জনের একটি দল কাজ করছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh