• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘সুখ সাগর’ আবাদ করেও সুখী না কৃষকরা

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩১ মার্চ ২০১৭, ১১:৪১

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী মাঠগুলোতে ‘সুখ সাগর’ জাতের পেঁয়াজের বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই কৃষকদের।

বেশ কয়েক বছর ধরেই সেখানে ‘সুখ সাগর’ জাতের উচ্চ ফলনশীল পেঁয়াজ আবাদ করছেন কৃষকরা। এর ফলন দেশীয় পেঁয়াজের চেয়ে কয়েক গুন বেশি বলে জানান সংশ্লিষ্টরা।

তবে কৃষকরা জানান, প্রতিবছরই সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়লেও পণ্যের দাম পাচ্ছেন না তারা। বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ’ ২০ টাকা দরে। এতে উৎপাদন খরচই উঠছে না তাদের। আর এর ফলে বাড়তি ঋণের বোঝা টানতে হচ্ছে তাদের। তবে এর জন্য পেঁয়াজ আমদানিকেই দায়ী করছেন চাষিরা।

কৃষি কর্মকর্তাদের মতে, দেশের ঘাটতি মেটাতে ‘সুখ সাগর’ পেঁয়াজ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই উচ্চ ফলনশীল এই পেঁয়াজের আবাদ ধরে রাখতে বাজার দর নিশ্চিতের তাগিদ দিলেন তারা।

আকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh