• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুলাউড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত 

সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৫
Dhaka-Chittagong train communication with Sylhet is closed
সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আজ বেলা ২টার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। আড়াইটার দিকে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হতে দু থেকে আড়াইঘণ্টা সময় লাগতে পারে। তবে বিকেল ৩টা পর্যন্ত কুলাউড়া স্টেশনে কোন ট্রেন আটকা পড়েনি।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাত ১২টায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ানিবাজারের মধ্যখানে গুতিগাঁও এলাকায় দুমড়ে মুচড়ে যায় তেলবাহী ট্রেনের সাতটি বগি। ১০ দিনের মাথায় আবারও কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল রেললাইনটি।

আরও পড়ুন: হাতিয়ায় কোভিড-১৯ টিকা নিতে পাড়ায় পাড়ায় মাইকিং

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
X
Fresh